অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আমি আশা করি তিনি (শেখ হাসিনা) বিচার প্রক্রিয়ার ওপর আস্থা রাখবেন।
যদি তিনি এটা করেন তাহলে সেটা তার জন্য ভালো হবে। আমি আশা করি, সাহস থাকলে শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হবেন।
রবিবার (২০অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরে আসায় বিচারবিভাগ দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে এলো।
এখন সুপ্রিম কোর্টের ওপর দায়িত্ব বাড়লো। তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এখন। না হলে ইতিহাস বিচার করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।