All Menu

হজ সংক্রান্ত আর্থিক লেনদেনে প্রতারকচক্রের ব্যাপারে সর্তকতা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র টাকা ফেরত দেয়া হবে বলে আশ্বাস দিয়ে সম্মানিত হজযাত্রী, হাজি, হজ এজেন্সির মালিক, প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে সম্মানিত হাজি, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ ফেরত (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে BEFTN অথবা চেকের মাধ্যমে প্রেরণ করা হয়।

এজন্য কোনো ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না। ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৯ অক্টোবর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।

রবিবার (২০অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top