All Menu

ডিমের মূল্যের ঊর্ধ্বগতি রোধে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ডিমের মূল্যের ঊর্ধ্বগতি রোধে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে উৎপাদকদের সমবায় সমিতি গঠনের মাধ্যমে সরাসরি আড়তদারদের ডিম সরবরাহ করতে হবে। ফলে উৎপাদক-আড়তদার উভয়েই লাভবান হবে এবং ভোক্তারা সাশ্রয়ীমূল্যে ডিম ক্রয় করতে পারবে। শনিবার (১৯অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা জেলার মৎস্যজীবী ও প্রাণিসম্পদের প্রান্তিক খামারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বাংলাদেশে বন্যার কারণেও পোল্টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে ডিম উৎপাদন কমে গেছে। ফলে ডিমের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। খামারিরা মুরগির খাদ্য ও বাচ্চার মূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে অবগত করলে উপদেষ্টা বলেন, ফিডের ক্ষেত্রে কয়েকটি কোম্পানির হাতে সবাইকে জিম্মি হতে দেয়া হবে না- এজন্য সরকার কার্যকর ব্যবস্হা গ্রহণ করবে।

উপদেষ্টা নারী উদ্যোক্তাদের শুধু পোল্ট্রি নয়-দেশি মুরগী পালনের আহ্বান জানিয়ে বলেন, দেশি মুরগী ও ডিমের উৎপাদন বাড়লে অর্থনৈতিকভাবে আরো বেশি লাভবান হওয়া সম্ভব। আগে গ্রামীণ নারীরা হাঁস-মুরগি পালন করে নিজেরাই গ্রামে পাইকারদের কাছে বিক্রি করত। এতে তারা অর্থনৈতিকভাবে লাভবান হতো। সেই অবস্থা আবার ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে।

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ কে এস এম মুশাররফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম, পাবনার বিভিন্ন উপজেলার মৎস্যজীবী ও খামারিরা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top