All Menu

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি অতীব জরুরি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা অতীব জরুরি।
এ  বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। এলক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সভা ও  সিম্পোজিয়াম করলে মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব পাবে।
উপদেষ্টা বুধবার (১৬অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় শাহবাগে বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার সময় এসেছে’
শীর্ষক সাইন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিএসএমএমইউ’র মনোরোগবিদ্যা বিভাগ ও এলামনাই অব মনোরোগবিদ্যা বিভাগ যৌথভাবে এ সাইন্টিফিক সেমিনারের আয়োজন করে।
বিএসএমএমইউ’র এলামনাই অব মনোরোগবিদ্যা বিভাগের আহবায়ক ও মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মহসিন আলী শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোঃ শাহিনুল আলম, প্রফেসর ডাক্তার হিদায়েতুল ইসলাম, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল মুত্তালিব, প্রফেসর ডাক্তার মোঃ নিজাম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top