প্রকাশ : অক্টোবর ১৫, ২০২৪ , ৫:২৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে মঙ্গলবার (১৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শিল্প উপদেষ্টা এবং ভারতের হাইকমিশনার দুই দেশের মধ্যে শিল্প উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ভারতের হাইকমিশনার বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক-এর ওপর গুরুত্বারোপ করেন।
এসময় শিল্প উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) কার্যকর করার আহ্বান জানান। সাক্ষাৎকালে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১৫, ২০২৪ , ৫:২৭ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।