All Menu

পূজামণ্ডপসমূহে ২৪ ঘণ্টা সামাজিক দায়িত্ব পালন করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়

শারদীয় দুর্গাপূজা-২০২৪ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপসমূহের সামাজিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নিমিত্ত বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয় একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলা হয়েছে। কেন্দ্রীয়-ভাবে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

সারা দেশের পূজামণ্ডপের মনিটরিং রিপোর্ট এই কট্রোলরুমে সরবরাহ করা হচ্ছে(কন্ট্রোল রুম এর যোগাযোগ নাম্বার:১০৯৮)। মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মী বাহিনী এই সামাজিক দায়িত্ব পালন করছে। এর মধ্যে সারাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১০৮৯টি অফিসের ১১,১২৮ জন দক্ষ ও প্রশিক্ষিত কর্মকর্তা ও কর্মচারীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।

সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয়,জেলা ও উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা ছারাও ৭০ হাজার স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা স্বপ্রণোদিত হয়ে পুজামন্ডবে দায়িত্ব পালন করছে। সমাজসেবা অধিদপ্তর ছাড়াও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ),শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এর কর্মকর্তা ও কর্মচারীরা এ দায়িত্ব পালন করছে।

দেশে মোট ৩২ হাজার পূজা মণ্ডপে ৪ অক্টোবর থেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর কর্মকর্তা ও কর্মচারীরা এবং আগামীকাল ১৩ অক্টোবর পর্যন্ত তা অব্যাহত থাকবে। প্রতিদিন সকল কর্মকর্তা/কর্মচারীকে পূজামণ্ডপে ৮ ঘণ্টা করে ৩ শিফটে রোস্টার দায়িত্ব প্রদান করছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর/সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া সকল কর্মকর্তা/কর্মচারীর (সনাতন ধর্মের কর্মকর্তা/কর্মচারী ব্যতীত) পূজাকালীন সময়ে ছুটি বাতিল করা হয়েছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top