All Menu

দুষ্কৃতকারীদের হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ শুক্রবার (১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর তাঁতি বাজার পূজা মণ্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে দেখতে গিয়ে আহত এবং তাদের পরিবার-পরিজনসহ কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন। আহতদের চিকিৎসায় যেন কোনোরকম অবহেলা না করা হয় সে ব্যাপারে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন।

একই সময়ে তিনি ১৭ নম্বর তাঁতি বাজার পূজা কমিটি কর্তৃক আয়োজিত মণ্ডপটিও পরিদর্শন করেন। শুক্রবার (১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর পুরান ঢাকার তাঁতি বাজার পূজা মণ্ডপে কিছু দুর্বৃত্ত-কারী ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে। দুর্বৃত্ত-কারীদের ধরার সময় ছুরিকাঘাতে ঝন্টু, সাগর, মো. খোকন ও বৃত্ত নামে ৪ জন আহত হন। স্থানীয় সরকার উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় খবরটি পাওয়ার পরপরই তাঁতি বাজার পূজা মণ্ডপটি দেখতে যান ।

এসময় তিনি মণ্ডপে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থী এবং পূজারীদের সাথে মতবিনিময় করেন৷ মতবিনিময়-কালে হাসান আরিফ বলেন, আজ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা অষ্টমী উদযাপন করছে। আগামীকাল আরও বেশি উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন করবে। শারদীয় দুর্গোৎসবের বাকি দিনগুলো নির্বিঘ্নে উদযাপিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

পূর্বের যেকোনো সময়ের চেয়ে এবছর পূজা মণ্ডপগুলোতে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই৷ নির্ভয়ে সবাই আনন্দ-মুখর পরিবেশে উৎসব পালন করুন৷ উল্লেখ্য, ঘটনার প্রেক্ষিতে এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top