প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ দীর্ঘদিন যাবৎ শান্তি ও সৌহার্দপূর্ণভাবে বসবাস করে আসছে। সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখরভাবে পালন করছে। সমাজে কিছু দুষ্কৃতকারী আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়।
আমরা যদি সম্প্রীতি ও সংহতি ধরে রাখতে পারি তাহলে দুষ্কৃতকারীরা কোনোদিন তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না। প্রতি বছরের ন্যায় এবারও দেশের হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দরভাবে পূজা উদ্যাপন করছেন।
উপদেষ্টা শুক্রবার (১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকার সিদ্ধেশ্বরীর বেইলি রোডে শ্রী শ্রী কালী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পরে তিনি দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।