All Menu

ঢাকার খালগুলোকে বাঁচাতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে

পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যদি ঢাকার খাল ও নদীগুলোকে নিয়ে ভাবা না হয় তাহলে ঢাকাকে বাঁচানো সম্ভব হবে না। ঢাকার নদী ও খালগুলোকে বাঁচাতে হলে সমন্বিত কর্মপরিকলনা গ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা খালের বাস্তব চিত্র খুঁজে বের করতে হবে। নদী ও খালগুলোকে রক্ষা করতে হলে তাৎক্ষণিক, মধ্যমেয়াদী ও ৩ বছরের রোডম্যাপ এবং সমন্বিত আ্যকশন প্ল্যান তৈরি করতে হবে। উপদেষ্টা বুধবার (০৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় পানি ভবনে ‘Blue Network Around Dhaka City’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। উপদেষ্টা প্রাথমিকভাবে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি খাল দূষণমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়, রাজউক, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে যুক্ত করে দ্রুত ঢাকার খাল ও নদীগুলোকে দূষণ এবং দখলমুক্ত করার কর্মসূচি গ্রহণ করার ওপর জোড় দেন। এছাড়া, তিনি ঢাকার খালগুলো দূষণ ও দখলমুক্ত করার প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের ব্যয় সাশ্রয়ী হওয়ার তাগিদ দেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ এবং শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বক্তৃতা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top