আসন্ন শারদীয় দুর্গা পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও ছুটি থাকবে। আজই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। ছুটির তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়ায় এবার হিন্দু ধর্মাবলম্বীরা সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের ছুটি পাচ্ছেন দুর্গাপূজা উদযাপনের জন্য। এসময় তিনি আরও বলেন, দুর্গাপূজা আনন্দময় ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এই অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।