All Menu/p>

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে সহযোগিতা প্রদানে সরকার আন্তরিক

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে সকল সহযোগিতা প্রদানে সরকার আন্তরিক। ধর্মের দোহাই দিয়ে কিছু দুষ্কৃতকারী সবসময়ই সুযোগ নেওয়ার চেষ্টা করে। কিন্তু যারা সত্যিকার অর্থে ধর্মকে মানে তারা এই ধরনের কর্মকাণ্ডকে ঘৃণা করে। রাষ্ট্র তার নৈতিক অবস্থান থেকে পূজা উদযাপনকারীদের সঙ্গে রয়েছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সাহস নিয়ে মোকাবিলা করতে হবে। সামাজিক সংহতি বজায় রাখতে হবে। এবছর নির্বিঘ্ন পরিবেশে সবাই পূজা উদ্‌যাপন করতে পারবে বলে উপদেষ্টা এসময় আশা প্রকাশ করেন। রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ে পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপদেষ্টা পূজা উদযাপনে জেলার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা-সহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ময়মনসিংহ জেলাকে সম্প্রীতির জেলা হিসেবে উল্লেখ করে বলেন, ময়মনসিংহের প্রতিটি মানুষ অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে। দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আশাব্যঞ্জক। পূজাকে সামনে রেখে ময়মনসিংহে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। ময়মনসিংহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলা ও মহানগর পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ জেলায় এ বছর ৭১০টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top