All Menu/p>

প্রধান উপদেষ্টার পক্ষে ৩৯ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ৩৯ লাখ ১৮ হাজার ৫৭৬ টাকার অনুদানের চেক গ্রহণ করেন। এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৩৬ লাখ ৮৭ হাজার ৩৬১ টাকা, বাংলাদেশ সোসাইটি গোল্ড এন্ড অস্ট্রেলিয়া ইন ৩ লাখ ৩১ হাজার ২১৫ টাকা প্রদান করেছে। উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২১১ টি চেক/পে- অর্ডার/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ৯২ কোটি ৬৮ লাখ ৯৭৩ টাকার অনুদান গ্রহণ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top