All Menu/p>

জুলাই অভ্যুত্থানে নিহত ১০৫ শিশুর পরিবারকে সহায়তা করা হবে

বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতাকে মোট ৮২,৭৪,৭৯৮/- টাকার সেবা প্রদান করা হয়েছে। ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে বাংলাদেশ সরকারের নিকট বাজেট সাপোর্টে যুক্ত হবে ৭৫০ মিলিয়ন ইউএসডি,যার একটি বিষয় পলিসি পর্যায়ে বাস্তবায়ন এ মন্ত্রণালয় করছে। জুলাই অভ্যুত্থানে নিহত ১০৫ জন শিশুর পরিবারকে অনুন্য ৫০,০০০/- টাকা করে সহায়তা করা হবে। এছারা বিগত আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড প্রদান করা হবে বলে জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সভাকক্ষে বর্তমান সরকারের দু’মাস পুর্তিতে মন্ত্রণালয় দুটির কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিংএ তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সচিব নাজমা মোবারেক এসময় উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-শ্রমিক-জনতার পুনর্বাসন/চিকিৎসার জন্য ৫ মিলিয়ন ইউএস ডলার এর বরাদ্দ প্রদানের বিষয়ে এ মন্ত্রণালয়ের আবেদনটি ইআরডির মাধ্যমে বিশ্বব্যাংকে প্রেরণ করা হয়েছে, যা শীঘ্রই অনুমোদিত হবে মর্মে আশা করা যাচ্ছে। https://mis.bhata.gov.bd/AntiDiscriminationStudentMovement এই URL (Uniform Resource Locator) এর মাধ্যমে আগামী ১৫/১০/২০২৪ হতে ৩১/১০/২০২৪ তারিখের মধ্যে জুলাই অভ্যুত্থানে সকল আহত/নিহত ছাত্র-শমিক-জনতার তথ্যাদি নিজ উদ্যোগে অনলাইনে দাখিল করার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর ১২ টি মানসম্মত ডে কেয়ার সেন্টার করা হয়েছে কর্মজীবী মায়েদের জন্য। সরকারি প্রতিষ্ঠানেও একটি করে ডে কেয়ার কর্ণার থাকবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শিশু পরিবারসহ নারী ও শিশুদের সকল আবাসস্থলের নিরাপত্তা ব্যবস্থার ওপর Standard operating Procedure (SOP) তৈরির কাজ চলমান রয়েছে জানান তিনি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সচিব বলেন, গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মনিটরিং কার্যক্রম শক্তিশালীকরণের রূপরেখা প্রণয়ন, বিদ্যমান আইন ও বিধির সংস্কার, বিদ্যমান কমিটিসমূহের সংস্কার, ৬৪টি জেলায় কুইক রেসপন্স টীম গঠন ও তা উপজেলা পর্যায়ে সম্প্রসারন প্রভৃতি বিষয়ে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত সচিব (কার্যক্রম)-কে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top