আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব,
সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সোমবার (১২ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। এসময় প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। এসময় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। এসময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া এদিন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।