All Menu

বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা আমাদের আছে

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশে জাতীয় সংসদ এর সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই উন্নয়ন বাজেট। বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা আমাদের আছে। এ বাজেট আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ তুলবো। সেই ধারাবাহিকতা আমাদের আছে। শনিবার (২৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বিকালে বাংলাদেশে জাতীয় সংসদ এ ২০২৪-২০২৫ বাজেটের উপর সাধারণ আলোচনায় সংসদ নেতার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে যে সাফল্য তাঁর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি বাংলাদেশের জনগণের প্রতি। কারণ তারা আমাকে নির্বাচিত করেছে, ক্ষমতায় আসতে পেরেছি, কাজ করেছি। ২০০৯ থেকে এ (২০২৪)পর্যন্ত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি। আমাদের চলার পথ খুব সহজ ছিল না। বারবার আমরা বাধার সম্মুখীন হয়েছি। দেশের ভিতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top