আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিকল্পনা মন্ত্রী জনাব মেজর জেনারেল আব্দুস সালাম, আর সি ডি এস, পি এস সি (অব), এমপি বৃহস্পতিবার(২৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) ময়মনসিংহ জেলার তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলার সংসদ সদস্যবৃন্দ, সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের মেয়র, অন্যান্য মেয়রগণ, সকল উপজেলা চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। পরিকল্পনা মন্ত্রী বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের সাথে সাথেই দেশের উন্নয়নের কাজ শুরু করেন। তিনি একটি দারিদ্র্য মুক্ত, শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত, সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। এ লক্ষ্যে তিনি আর্থ-সামাজিক উন্নয়নে স্বাধীনতার অব্যবহিত পরেই পরিকল্পনা কমিশন গঠন করেন। মাত্র সাড়ে তিন বছরেই তিনি যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের আর্থ-সামাজিক খাতের ব্যাপক উন্নয়ন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশের উন্নয়ন মুখ থুবড়ে পড়ে। পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে প্রত্যাবর্তনের পর, তার নেতৃত্বে সরকার গঠনের পর দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করছেন। পরিকল্পনা মন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে সরকার গঠনের পর দেশের উন্নয়নের স্বর্ণযুগ শুরু হয়েছে। তিনি পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রথমবারের মত প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ভিশন-২০২১ সম্পূর্ণ সফল হয়। বাংলাদেশ প্রথমবারের মত নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয় এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়। মাননীয় নেত্রীর দৃঢ় নেতৃত্বে দেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে, দারিদ্র্য অনেকাংশে হ্রাস পেয়েছে, অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে, নারীর কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে তথা সামগ্রিকভাবে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন ভিশন ২০২১ সফল সমাপ্তির ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে আমরা প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১ প্রণয়ন করেছি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব ও দিকনির্দেশনায় আমরা উন্নয়নের পথে এগিয়ে চলেছি এবং ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে পরিগণিত হব এবং ভিশন-২০৪১ অর্জনে সফল হব ইন শা আল্লাহ ।
সভায় উপস্থিত সূধীজন তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। মাননীয় পরিকল্পনা মন্ত্রী ধৈর্য সহকারে সকলের সমস্যা শ্রবণ করেন এবং যথাসাধ্য সহায়তার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।