ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস)-এর নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল
সোমবার (২৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিসিপিএস এর একাডেমিক কার্যক্রম ও ডিগ্রি প্রদানের প্রক্রিয়াসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। এসময় রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের ফলে চিকিৎসা বিজ্ঞানেও দ্রুত পরিবর্তন আসছে। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে শিক্ষা দেয়ার পদ্ধতিকে অগ্রাধিকার দিতে হবে। দেশে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা গেলে মানুষের মাঝে বিদেশে গিয়ে চিকিৎসা করার যে প্রবণতা তা হ্রাস পাবে। এছাড়া, মূল্যবান বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে এবং জনগণও কম খরচে উন্নত চিকিৎসা পাবে। রাষ্ট্রপতি বিসিপিএস এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএস কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।