All Menu

কঠোর নজরদারীতে রয়েছে মিয়ানমার সীমান্ত

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করেনি। আমরা সতর্ক অবস্থায় রয়েছি, মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারী করছে বাংলাদেশ। রবিবার (১৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন। এসময় ওবায়দুল কাদের আরও বলেন, সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে। বিএনপি-জামায়াত এসব গুজব ছড়াচ্ছে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top