ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্মুদ পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে মঙ্গলবার (১১ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সৌদি আরবের যাত্রা করেছেন। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান (Essa Youssef Essa Al Duhailan) মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান। মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতেমা হজে তাঁর সঙ্গী হয়েছেন। তিনি সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে রওনা হন। হজযাত্রার প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান তাঁর নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রাম ৭ আসনের জনগণকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার কাছে তাঁর ও পরিবারের সদস্যবৃন্দের জন্য দোয়া কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।