All Menu

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থতার জন্য যদি কেউ দায়ী হন অবশ্যই বিচার হবে

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থতার জন্য যদি কেউ দায়ী হন অবশ্যই বিচার হবে। এব্যাপারে যে সমস্যা হয়েছে আমরা তা তদন্ত করে দেখছি। প্রধানমন্ত্রী বুধবার (০৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বিরোধী দলীয় চীফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান। এর আগে এদিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top