ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের স্বাধীনতার টার্নিং পয়েন্ট। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি দারিদ্র্যপীড়িত দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন। জিডিপি প্রায় নয় ভাগে নিয়ে গিয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধে যারা ব্যর্থ হয়েছিলেন, তারা বঙ্গবন্ধুর উন্নয়নকে ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্র করেছিলেন। সবকিছুতে ব্যর্থ হয়ে তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এরপর দেশ অন্ধকারে তলিয়ে যায়, আর আলোর মুখ দেখেনি। আমাদের বর্তমান টার্নিং পয়েন্ট হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হতে পারলে বিআইডব্লিউটিসি কেন উন্নয়নের রোল মডেল হতে পারবে না? আজকে বিআইডব্লিউটিসির অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটিকে শপথ নিতে হবে।
প্রতিমন্ত্রী বুধবার (২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি এ কে এম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাশিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ রুবেলুজ্জামান। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ বিআইডব্লিউটিসির ফেরির সাথে খুবই পরিচিত। আপনারা ফেরির সেবাটা দিয়ে যাচ্ছেন। দেশে অনেক সেতু হলেও এখনো সারা দেশে ফেরির চাহিদা রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এর অধীনস্থ সংস্থার কাজের স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি। সংস্থাকে শক্তিশালী করার দায়িত্ব আপনাদের। চেষ্টা থাকতে হবে একে ভালো প্রতিষ্ঠানের রূপ দেওয়ার। শুধু ৩৫ জলযান সংগ্রহের প্রকল্প নয়, আরো বড় বড় প্রকল্প নেয়া হবে। দাবি আপনারা বাস্তবায়ন করবেন, পথ তৈরি করেন- আমরা সহযোগিতা করব। যদি আমরা দেশের কথা, দেশের মানুষের কথা ভেবে কাজ করি কখনোই কোনো প্রতিষ্ঠান হারিয়ে যাবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।