All Menu

উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়তে একসাথে কাজ করবে বিশ্বব্যাংক ও বাংলাদেশ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুতে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক ভবিষ্যতে একসাথে কাজ করবে। বুধবার (৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর অ্যাবদুলেই সিক (Abdoulaye Seek)-এর এক দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প তিনটি হলো-হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট), লানিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) এবং অ্যাক্সিলারেশন এন্ড স্ট্রেংদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্প। বৈঠকে প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই সকল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুত করা হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক বাংলাদেশ অফিসের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন (Gayle Martin), লিড ইকোনমিস্ট এন্ড প্রোগ্রাম লিডার সৈয়দ আমির আহমেদ, সিনিয়র এক্সটার্নাল আ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ মাহবুব, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি. এম. আসাদুজ্জামান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top