All Menu

অবৈধ ও যন্ত্রপাতিহীন হাসপাতাল বন্ধে অভিযান চলবে

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অবৈধ ও যন্ত্রপাতিহীন হাসপাতাল বন্ধে অভিযান চলবে। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতাল থাকবে। কিন্তু সেসব হাসপাতালগুলো যদি নিয়ম মেনে যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো বজায় রেখে চলে তাহলে কোনো আপত্তি নেই। সরকার একটা সুন্দর স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যেনো সাধারণ মানুষ উন্নত চিকিৎসাসেবা পায়। স্বাস্থ্যমন্ত্রী শনিবার (২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২৩তম ইন্টারন্যাশনাল কংগ্রস এবং সায়েন্টিফিক সেমিনার ২০২৪ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে সেখানে আইসিইউ খোলা যায় না। আইসিইউ খুলে হার্টের রোগী রাখতে হলে সাপোর্টিং যন্ত্রপাতি প্রয়োজন। চিকিৎসকরা মানুষের জীবন নিয়ে কাজ করে। জীবন একটাই। তিনি আরো বলেন, অগ্নিকান্ড রোধে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে সজাগ থাকতে হবে। সামান্য একটা ভুলের জন্য ৪৫ টা প্রাণ চলে গেল। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বেইলি রোডে অগ্নিকান্ডে আহত চিকিৎসাধীন রোগীদের সর্বশেষ অবস্থা বিষয়ে সাংবাদিকদের অন্য একটি প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৭ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ১১ জন রোগীর মধ্যে ৬ জনকে রিলিজ করা হবে। অবশিষ্ট ৫ জন শঙ্কামুক্ত না হওয়ায় চিকিৎসাধীন থাকবে। সেমিনারে প্রধান অতিথির বক্ততায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসকদের মান পৃথিবীর যেকোনো দেশের চিকিৎসকদের চেয়ে কম নয়। বাংলাদেশের চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা সবই আছে। শুধু একটু সুযোগ দিতে হবে। সুযোগ দিলে এদেশের চিকিৎসকরা অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি প্রফেসর ডা. টিটু মিয়ার সভাপতিত্বে আয়োজিত সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলমসহ দেশ ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top