All Menu

শিক্ষামন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডরের সাক্ষাৎ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে সচিবালয়ে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর Charles Whitely। এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের টিম লিডার Jurate Smalskyste। সাধারণ শিক্ষার সাথে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ই ইউ অ্যাম্বাসেডর। প্রতিনিধিদল বাংলাদেশের নারীদেরকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের ভাষা শিক্ষা এবং বিভিন্ন দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে সহায়তা করার বিষয়ে সহযোগিতা করতে চান ইউরোপিয়ান ইউনিয়ন যাতে বাংলাদেশের নারীরা ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top