All Menu

নিরাপদ সড়কের জন্য ঋণ দিবে বিশ্বব্যাংক

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের সহায়তাকারী পরামর্শক নিয়োগের কার্যক্রম চলমান ও Expression of Interest (Eol) আহ্বানের মাধ্যমে প্রাপ্ত প্রস্তাবসমূহ মূল্যায়নপূর্বক সংক্ষিপ্ত তালিকা করে অনুমোদনের জন্য বিশ্ব ব্যাংকের নিকট প্রেরণ করা হয়েছে এবং Individual procurement consultant I Social safeguard specialist নিয়োগ কার্যক্রমও সম্পন্ন হওয়ার পথে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রী বুধবার (০৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বনানীস্থ সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের নেতৃত্বে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।
ওবায়দুল কাদের আরো জানান, সড়কের নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় গৃহীত প্রকল্পটির মোট ব্যয় প্রায় ৪ হাজার ৯ শত ৮৮ কোটি টাকা। যার মধ্যে জিওবি ১ হাজার ২ শত ৩৮ কোটি ও প্রকল্প ঋণ ৩ হাজার ৭ শত ৬০ কোটি টাকা প্রায়। সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি, বাংলাদেশ পুলিশ ও ডিজিএইচএস এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় নিরাপদ সড়ক করিডোর বাস্তবায়ন, পেশাদার ড্রাইভারদের জন্য ট্রেনিং, ভেহিকল পরিদর্শন কার্যক্রম আধুনিকীকরণ, তিনটি হাসপাতালে (মুগদা, টাঙ্গাইল এবং বগুড়া) ট্রমা সেন্টার আধুনিকীকরণ, পুলিশ ট্রেনিং সেন্টার নির্মাণ ও ক্রাশ ডেটাবেজ সিস্টেম আধুনিকীকরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top