All Menu

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে সাত অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করছেন মঙ্গোলিয়ার নতুন রাষ্ট্রদূত GANBOLD Dambajav

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশে নবনিযুক্ত ৭টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতগণ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নিকটে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।
মঙ্গোলিয়ার নতুন রাষ্ট্রদূত GANBOLD Dambajav,

বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করছেন উত্তর মেসিডোনিয়ার রাষ্ট্রদূত Slobodan Uzunov

উত্তর মেসিডোনিয়ার রাষ্ট্রদূত Slobodan Uzunov, পেরুর রাষ্ট্রদূত JAVIER MANUEL PAULINICH VELARDE, স্লোভাক রিপাবলিকের রাষ্ট্রদূত Robert Maxian, স্লোভেনিয়ার রাষ্ট্রদূত Mateja Vodeb Ghosh, উরুগুয়ের রাষ্ট্রদূত Alberto A.

বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করছেন পেরুর রাষ্ট্রদূত JAVIER MANUEL PAULINICH VELARDE

Guani এবং ভেনেজুয়েলার রাষ্ট্রদূত CAPAYA RODRIGUEZ GONZÁLEZ রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করেন। সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে। নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে এবং

বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করছেন স্লোভাক রিপাবলিকের রাষ্ট্রদূত Robert Maxian

দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল । বাংলাদেশে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরে

বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করছেন স্লোভেনিয়ার রাষ্ট্রদূত Mateja Vodeb Ghosh

রাষ্ট্রপতি অবকাঠামো, জ্বালানি ও তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করার জন্য নতুন রাষ্ট্রদূতদের আহ্বান জানান। বাংলাদেশে তৈরি পোশাক, ঔষুধ, সিরামিকসহ বিভিন্ন বিশ্বমানের পণ্য উৎপাদিত হয় উল্লেখ করে

বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করছেন উরুগুয়ের রাষ্ট্রদূত Alberto A. Guani

রাষ্ট্রপতি এসব পণ্যের আমদানি বাড়াতে কাজ করার কথাও বলেন। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তারা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করছেন ভেনেজুয়েলার রাষ্ট্রদূত CAPAYA RODRIGUEZ GONZÁLEZ

বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় দায়িত্ব পালনে রাষ্ট্রদূতগণ রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top