ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশু পরিবারে নিবাসীদের ক্রীড়া প্রতিযোগিতায় পারদর্শিতা দেখে মনে হয় তারা ভালো আছে। তাদের জন্য আরো ভালো পরিবেশ নিশ্চিত করা হবে। প্রতিটি শিশু পরিবারের ব্যবস্থাপনার মান আরও উন্নত করতে হবে। মন্ত্রী শনিবার (২৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগের বিভিন্ন সরকারি শিশু পরিবার ও আবাসিক প্রতিষ্ঠানের নিবাসীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব মোঃ খায়রুল আলম সেখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, শিশুদের পরিচর্যার মান আরো উন্নত করতে হবে, তাদের শিক্ষা, প্রশিক্ষণ কার্যক্রমগুলো আরো অনেক জোরদার করতে হবে। যাতে এই নিবাসীদের মাঝে থেকে দেশের অনেক ভালো ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেরিয়ে আসে। এর আগে মন্ত্রী বিভিন্ন ইভেন্টে একক ও দলগত বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন। উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত ঢাকা বিভাগের ১৩টি জেলার ২৬টি প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে দু’দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।