All Menu

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপদের সাক্ষাৎ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের নবনিযুক্ত চীফ হুইপ ও হুইপগণ। বুধবার (২৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে নবনিযুক্ত চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে ৫ হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মো. নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল ও মাশরাফী বিন মুর্তজা সাক্ষাৎ করেন ও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top