All Menu

নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে

টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ‘রাজনৈতিক পরিস্থিতিকে আমরা রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চাই। কিন্তু কেউ সন্ত্রাস, সংঘাত, সহিংসতার উপাদন যুক্ত করলে পরিস্থিতি মোকাবিলায় সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে যা যা করতে হবে, সব কিছুই করা হবে।’ শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের কর্মসূচি যথারীতি চলবে। রাজনীতি বন্ধ থাকবে না। কিন্তু সহিংসতা, সংঘাত এলে সেখানে তো রাজনৈতিকভাবে মোকাবিলা করা যাবে না। এ ক্ষেত্রে কিছু পরিস্থিতি প্রশাসনিকভাবে কিছু আমাদের দলীয় কর্মসূচির মাধ্যমে মোকাবিলা করবো’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top