ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, সব ষড়যন্ত্র ছাপিয়ে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। আওয়ামী লীগ এর বিকল্প বাংলাদেশে এখনও তৈরি হয়নি। শুক্রবার (২৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নাছিম আরও বলেন, বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। এ অপশক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। নির্বাচন বানচাল করে বিএনপি-জামায়াত গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বিপন্ন করতে চায় তারা। এরা দেশের কল্যাণের পথে হাঁটে না, দেশের কথাও চিন্তা করে না। তিনি বলেন, একসময় স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করেছে আওয়ামী লীগ। এখন গণতান্ত্রিক মূল্যবোধের জন্য আওয়ামী লীগকে লড়াই করতে হচ্ছে। জনগণের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতি-বদ্ধ আওয়ামী লীগ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।