নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আগামীতে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে উন্নয়নের ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের চিত্র পাল্টে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন পার্বত্য মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের পার্বত্য এলাকার মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার পার্বত্য তিন জেলায় উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। দেশের সামাজিক ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন পার্বত্য মন্ত্রী। বুধবার (১৫ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) নাইক্ষ্যংছড়ি উপজেলার ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং আগামীতেও দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে বান্দরবানসহ তিন পার্বত্য জেলা পরিচিতি পাবে। তাই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান মন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, বান্দরবান জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।