আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ২০২৪ইং খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন এর প্রধান নির্বাচন কমিশনার কাজী
হাবিবুল আউয়াল এ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ৩০০ আসনে অনুষ্ঠিত এ নির্বাচনে ৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ। মনোনয়নপত্র বাঁচাই হবে ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত। রিটার্নিং অফিসার এর আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা যাবে ০৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর২০২৩ খ্রিস্টাব্দ। রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ। নির্বাচন প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ থেকে ৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ ৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।