চট্টগ্রাম, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপি কারও সমর্থন পায়নি। তাদের দাবি তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোন কথা বলেনি মার্কিন প্রতিনিধিরা। তারা কিছুদিন পরপর একদফা দাবি তুলে। এর আগেও বিএনপি নানা ধরনের ঘোষণা দিয়েছিল কিন্তু তারা হালে পানি পায়নি। সাপ যেমন খোলস বদলায় বিএনপিও তেমিন একদিন পরপর খোলস বদলায়। শুক্রবার চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ইউজি ক্যাম্পাসে বিশেষ কম্পিউটার সায়েন্স কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য রুবানা হকের সভাপতিত্বে উপ-উপাচার্য ডেভিড টেইলর, কম্পিউটার সায়েন্স ব্রিজ প্রোগাম এর পরিচালক অধ্যক্ষ শাম্স আহমেদ এসময় বক্তৃতা করেন। এসময় ভার্সিটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির সাথে এ ভার্সিটির কিছুটা তফাৎ রয়েছে। কারণ এখানে অনেক দেশের শিক্ষার্থীরা পড়তে আসে এবং এর ফলে এখানে বৈচিত্র্য রয়েছে। এখানে আফগানিস্তান, মায়ানমার, থাইল্যান্ডসহ আরো অনেক দেশের শিক্ষার্থীরা পড়তে আসে। এবং এখানে মেধাবী শিক্ষার্থীদের রয়েছে সর্ম্পূণ ফ্রি পড়ার বৃত্তি প্রদান করা হয়।
উপ-উপাচার্য বক্তৃতায় বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির সহযোগিতায় শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং কম্পিউটার প্রোগামিংয়ে দক্ষ করার জন্য কম্পিউটার সায়েন্স ব্রিজ প্রোগাম আয়োজন করেছে। এ প্রোগামটি শুরু হয়েছিল ০২ জুলাই ২০২৩ ইং এবং শেষ হয়েছে ১৪ জুলাই ২০২৩ ইং। শাম্স আহমেদ বলেন, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির লক্ষ্য হচ্ছে, বিভিন্ন অন্তভূক্তিমূলক প্রকল্প এবং উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার বিজ্ঞান শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।