All Menu

মানসম্মত প্রাথমিক শিক্ষার ওপর স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রাথমিক ও গণশিক্ষায় উপবৃত্তি বিতরণে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ডাক অধিদপ্তর ও নগদ লিমিটেড-এর সাথে পাঁচ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপস্থিতিতে বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে আগের মতো ধারাবাহিকতা ও স্বচ্ছতা বজায় রেখে আগামী ৫ বছরের জন্য প্রাথমিক ও গণশিক্ষার উপবৃত্তি বিতরণ করবে নগদ লিমিটেড। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজোয়ান আহমেদ, ডাক অধিদপ্তরের পরিচালক ছালেহ আহমেদ এবং নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার ভিত্তি। শিক্ষার এই ভিত্তির ওপর দাঁড়িয়েই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার ডিজিটাল রূপান্তরের যাত্রা শুরু হয়েছে। শিক্ষার ডিজিটাল রূপান্তরে সহায়তার অংশ হিসেবে বিটিআরসি‘র এসওএফ থেকে ইতোমধ‌্যেই দেশের সুবিধাবঞ্চিত এলাকায় ৬৫০টি প্রাথমিক বিদ‌্যালয় এবং পার্বত‌্য অঞ্চলের ২৮টি পাড়াকেন্দ্র ডিজিটালাইজ করার যাত্রা শুরু হয়েছে। ডিজিটালাইজের এ যাত্রা অব‌্যাহত থাকবে। মন্ত্রী ডিজিটাল প্রযুক্তি ব‌্যবহার করে শিক্ষার্থীদের মায়েদের হাতে উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়ার উদ‌্যোগকে একটি অসাধারণ কাজ উল্লেখ করে বলেন, এটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের জন‌্যও একটি ঐতিহাসিক কাজ। তিনি ত্রুটিহীনভাবে এই উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়ার জন‌্য নগদকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি এই ব‌্যাপারে নগদ কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। মন্ত্রী উপবৃত্তির টাকা নিয়ে কোনো অভিভাবক যাতে প্রতারিত না হয় এই বিষয়ে অভিভাবকদের মধ‌্যে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে আমরা মায়েদের হাতে উপবৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে প্রাথমিক শিক্ষা সম্প্রসারণে অভাবনীয় অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপবৃত্তির টাকা সরাসরি মায়েদের হাতে পৌঁছে দেয়ায় নারীর ক্ষমতায়নে অগ্রগতি হয়েছে। উল্লেখ্য, এ চুক্তির আওতায় প্রতি অর্থবছরে ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বর্তমান সরকার দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে জিটুপি পদ্ধতিতে ইএফটি-এর মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণ করছে। এতে পরিচালন বাজেটে প্রতি অর্থবছরে প্রায় ২০০০ কোটি টাকা বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ আবু হেনা মোরশেদ জামান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মাদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হারুনুর রশীদ এবং নগদ লিমিটেডের ব‌্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top