All Menu

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নই স্মার্ট বাংলাদেশের লক্ষ্য

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নই স্মার্ট বাংলাদেশের লক্ষ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ডিজিটাল বাংলাদেশের আন্দোলন শুরু না করতেন তাহলে আজকে আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি তা সম্ভব হতো না। ডিজিটাল বাংলাদেশ তথা প্রযুক্তি উৎকর্ষের যে অবস্থায় আমরা পৌঁছেছি, আজকে এটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের স্মার্ট হতে হবে। শুক্রবার রাজধানীর দারুস সালাম এর টেকনিক্যাল মোড়ে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সময় মন্ত্রী উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি পড়ার পরামর্শ দেন। বঙ্গবন্ধু কি করতে চেয়েছেন এবং কি স্বপ্ন দেখেছেন তা নিজে পড়ে শিশুদের জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। শিশুদের বঙ্গবন্ধু অনেক ভালোবাসতেন। শিশুদের প্রতি তাঁর অগাধ বিশ্বাস ও আস্থা ছিল। এজন্য প্রতি বছর ১৭ মার্চ শিশু দিবস পালন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, প্রকৃত দেশপ্রেমিক হতে হলে বঙ্গবন্ধুর আদর্শ, মূল্যবোধ ও চেতনাকে আমাদের ব্যক্তিজীবনে লালন করতে হবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. আনোয়ার হোসেন মল্লিক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা। এর আগে মিলনায়তনের বাহিরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত শিশুদের নিয়ে কেক কাটেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top