পোরশা, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যারা আগুন সন্ত্রাস করে, জনগণের সম্পদ নষ্ট করে দেশের মানুষ তাদের চায় না। শেখ হাসিনার সরকার জনগণের জন্য কাজ করে। স্মার্ট দেশ গড়তে জনগণ শেখ হাসিনাকেই আবার নির্বাচিত করবে। বৃহস্পতিবার দুপুরে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ১ নং নিতপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন। তাঁদের সন্মানিভাতা বাড়িয়েছেন। গৃহহীণ মানুষের ঘর তৈরি করে দিয়েছেন। এমন কোন খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছেনি। প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে নেতাকর্মীদের এসময় আহ্বান জানান তিনি। ‘উৎপাদন বাড়াতে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা’ প্রধানমন্ত্রীর এই আহ্বানে কৃষক ইতোমধ্যে সাড়া দিয়েছে, এ মন্তব্য করে মন্ত্রী বলেন, এবছর সরিষার বাম্পার ফলন হয়েছে। কৃষকের জন্য সরকার ভর্তূকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে খাদ্য সংকট হয়নি, হবেও না। খাদ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর থেকেই শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করছেন। রাস্তাঘাট, স্কুল কলেজসহ অবকাঠামো নির্মাণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত করেছেন। পদ্মা সেতু নিজেদের টাকায় করে তিনি দেখিয়েছেন বাঙালি পারে শেখ হাসিনা পারে। শেখ হাসিনার স্বপ্নের ফলে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। নাগরিকগণ ডিজিটাল সেবা ঘরে বসেই পাচ্ছেন। নিতপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাতন বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মোফাজ্জল হোসেন মোল্লা, পোরশা উপেজলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য প্রকৌশলী তৃণা মজুমদার বক্তৃতা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।