All Menu

গুণগত মান বজায় রেখে সড়ক মহাসড়কের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে সড়ক-মহাসড়কের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর একটি হোটেলে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পূর্ত কাজ-লট নং-ডিএস-৫ (সরাইল ইন্টারসেকশন হতে বুধন্তী বাস স্ট্যান্ড পর্যন্ত) কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সওজ’র প্রকৌশলী ও নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে এ নির্দেশনা দেন মন্ত্রী। এক হাজার দুইশত বত্রিশ কোটি পঁচানব্বই লাখ টাকার চুক্তিপত্রে নির্মাণ কাজের জন্য সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুমিল্লা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল এবং যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান হেগো এবং মীর আখতারের অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ খরঁ ঢরধড়সবর নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন। উল্লেখ্য, সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় ২০৯ কিলোমিটার। প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৬ হাজার ৯ শত ১৯ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে এডিবির অর্থায়ন প্রায় ১৩ হাজার ২ শত ৪৫ কোটি টাকা ও জিওবি প্রায় ৩ হাজার ৬ শত ৭৪ কোটি টাকা। প্রকল্পের আওতায় ঢাকা (কাঁচপুর) হতে সিলেট পর্যন্ত প্রায় ২০৯ কিলোমিটার দুই লেনবিশিষ্ট মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে এবং উভয় পার্শ্বে ধীর গতির যান চলাচলের জন্য ৫ দশমিক ৫ মিটার প্রস্থে পৃথক সার্ভিস লেন নির্মাণ করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় ৬৬টি সেতু, ৩০৫টি কালভার্ট, ৫টি রেলওয়ে ওভারপাস, ৮টি ফ্লাইওভার/ ওভারপাস, ৩৭ টি ইউ-টার্ন, ৮টি রাউন্ড এবাউট ও ২৬টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, মো. আবু জাহির এমপি, মো. ছলিম উদ্দীন তরফদার এমপি, রাবেয়া আলীম এমপি, মেরিনা জাহান এমপি, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ইসহাক, সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম, এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং, মীর আখতার হোসেন লিমিটেডের মহাব্যবস্থাপক মীর নাসির হোসেন, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top