All Menu

বিশেষ শিশুদের বিদ্যালয়ে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয়ে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে এ ধরনের বিদ্যালয় স্থাপন করায় এই শিশুদের পড়াশোনার সুযোগ বেড়েছে। প্রতিমন্ত্রী রবিবার রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সুইড বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের অংশগ্রহণে ‘জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২’ -এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সুইড বাংলাদেশের সভাপতি ফরিদ আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুইপ মাহবুব আরা গিনি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম। প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীতাকে এখন আর অভিশাপ মনে করা হয় না। সরকারের গৃহীত বিভিন্ন সুযোগসুবিধার ফলে এ ধরনের ব্যক্তিরা স্বাভাবিক মানুষের মতো জীবন যাপনে করছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য কাজ করছেন। যারা বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছে তারা এ মানুষদের বিষয়ে কিছু করেননি। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কারনে প্রতিবন্ধীতাকে জয় করে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে বিশ্ব পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top