লালমনিরহাট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিজ্ঞান চর্চা ছাড়া বর্তমান বিশ্বের সাথে খাপ খাওয়ানো যাবে না। উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞান চর্চা বাড়াতে হবে। শনিবার লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। মন্ত্রী বলেন, কুসংস্কার ও বিপথগামিতা থেকে বাঁচাতে প্রজন্মকে বিজ্ঞানমুখী করতে হবে। প্রযুক্তির উৎকর্ষের সাথে তাল মিলিয়ে না চললে আমরা পিছিয়ে পড়বো। মন্ত্রী আরো বলেন, উন্নত বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে তার মূল চালিকাশক্তি হচ্ছে বিজ্ঞান চর্চা। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তির উত্তম ব্যবহার ছড়িয়ে দিতে মন্ত্রী শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের আহ্বান জানান। পরে মন্ত্রী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।