All Menu

পরিবহনে অপরাধ ক্ষমার অযোগ্য: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিবহনে যারা পরিকল্পিতভাবে ধর্ষণ ও ডাকাতির মতো ঘটনা ঘটায় তারা গণশত্রু, তাদের অপরাধ ক্ষমার অযোগ্য। তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। মন্ত্রী মঙ্গলবার ঢাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ভাড়া সমন্বয় করা হয়েছে। সরকারি এ সিদ্ধান্ত মেনে চলতে সকলের সহযোগিতা প্রয়োজন। সমন্বয়কৃত ভাড়ার বেশি আদায় করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top