All Menu

তথ্য মন্ত্রণালয়ে নিরীক্ষা বিষয়ক ত্রিপক্ষীয় সভা

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোতে নিরীক্ষা নির্দেশনা পালন এবং অনিষ্পন্ন বিষয়াদি নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়, দপ্তরসমূহ এবং অডিট বিভাগের ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে দপ্তর প্রধানগণ এবং অডিট অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ এ সভায় অংশ নেন। সভায় দপ্তরভিত্তিক আলোচনা শেষে সকল দপ্তরকে নিরীক্ষা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং অমীমাংসিত বিষয়াদি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top