All Menu

সকল সরকারি শিশু পরিবার আধুনিকায়ন করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের ৮৫টি সরকারি শিশু পরিবারে এতিম, দুস্থ ও অসহায় শিশুরা বেড়ে উঠছে। তাদের বসবাসের উন্নত পরিবেশ তৈরিতে পর্যায়ক্রমে সকল সরকারি শিশু পরিবার আধুনিকায়ন করা হবে। মন্ত্রী বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস নির্মাণ/পুনঃনির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের কাজ বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর ও খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ প্রকল্পের আওতায় ১৮টি সরকারি শিশু পরিবার ও ১টি ছোটমনি নিবাস নির্মাণ /পুনঃনির্মাণ করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে সকল খাতের উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, সরকার অসহায় জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে আনতে বদ্ধপরিকর। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার ফল ইতোমধ্যে দৃশ্যমান। দুস্থ শিশুদের উন্নতজীবন ও আধুনিক বাসস্থান তৈরিতে শিশু পরিবার ও ছোটমনি নিবাস নির্মাণের কাজ নতুন দিগন্তের সূচনা বলে মন্ত্রী উল্লেখ করেন। প্রকল্পটির আওতায় গাইবান্ধা, কিশোরগঞ্জ, ফেনী, রংপুর, বরিশাল, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বাগেরহাট, রাজশাহী, ঠাকুরগাঁও ও শরীয়তপুর জেলার সরকারি বালক শিশু পরিবার, খাগড়াছড়ি, পিরোজপুর, নোয়াখালী, কুষ্টিয়া, মৌলভীবাজার ও বগুড়া জেলার সরকারি বালিকা শিশু পরিবার ও চট্টগ্রাম জেলার ১টি ছোটমনি নিবাস (বালিকা) নির্মাণ/পুনঃনির্মাণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top