চট্টগ্রাম, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। শেখ হাসিনা যদি অব্যাহতভাবে দেশ পরিচালনার দায়িত্ব পান তাহলে ২০৪১ সালের আগেই হবে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগে নারীর ক্ষমতায়ন’ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ড. হাছান বলেন, সিঙ্গাপুরে লি কুয়ান ইউ এক নাগাড়ে ৩০ বছর সেই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার পুত্র এখন প্রায় দুই দশক ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। যে দলের নেতৃত্বে সিঙ্গাপুর স্বাধীনতা অর্জন করেছিল, সে একই দল আজ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায়। মালয়েশিয়ায় যে দলের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছিল, দীর্ঘ ৫০ বছরের বেশি সেই দল রাষ্ট্র ক্ষমতায় ছিল। মাহাথির মোহাম্মদ এক নাগাড়ে ২২ বছর সেই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সুতরাং উন্নতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। নারী ক্ষমতায়নে বাংলাদেশকে পৃথিবীর সামনে উদাহরণ হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, নারী ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। সাড়ে ১৩ বছর আগে আমাদের দেশে কি কেউ কখনো ভেবেছে, একজন ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, ডিআইজি, সচিব, স্পিকার মহিলা হবেন! এটা কেউ ভাবেনি।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজকে মানুষের মাথাপিছু আয় প্রায় তিনহাজার ডলার ছুঁই ছুঁই। আমরা বলেছিলাম ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করব। ২০২১ সাল আসার দুই বছর আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এখন বলেছি ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত করব। জননেত্রী শেখ হাসিনা যদি অব্যাহতভাবে দেশ পরিচালনার দায়িত্ব পান তাহলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ হবে। বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমানের সভাপতিত্বে ও চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন ও স্থানীয় সরকারের উপপরিচালক ড. বদিউল আলম। বাসসের বিশেষ সংবাদদাতা মাহফুজা জেসমিন আলোচ্য বিষয়ে উপস্থাপনা এবং নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম উইমেন চেম্বারের সাবেক সহসভাপতি আইভি হাসান ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সাগরিকা অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।