All Menu

হাওড়ের ফসলের ক্ষতির প্রভাব চালের বাজারে পড়বে না:জাহিদ ফারুক

সুনামগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বোরো ফসল রক্ষায় সরকারের পাশাপাশি হাওড়াঞ্চলের সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ হতে পুনর্বাসনসহ সব রকমের সহায়তা করা হবে। হাওড়ের ফসলের ক্ষতির প্রভাব চালের বাজারে পড়বে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাঁধ নির্মাণে অনিয়মের বিষয়ে মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করা হবে। তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততার সাথে হাওড় রক্ষা বাঁধের সমস্যার স্থায়ী সমাধানের করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত হাওড়ের খবর নিচ্ছেন। সরকার হাওড় পাড়ের সমস্যা সমাধানে বদ্ধপরিকর রয়েছে।বুধবার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত হালির হাওড়, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার মহালিয়া হাওড় পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান, মহাপরিচালক পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী ফজলুর রশিদ, মাহবুবর রহমান, এডিজি (পূর্ব), জেলা প্রশাসক সুনামগঞ্জ ও পাউবোসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত ধর্মপাশা উপজেলার মহালিয়া হাওড় পরিদর্শনের সময় পাউবোর কাজে সহায়তার জন্য স্বেচ্ছায় বাঁধ রক্ষার সাথে জড়িত দেবাশীষসহ অন্যদেরকে প্রতিমন্ত্রী ব্যক্তিগত তহবিল হতে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা প্রদান করেন। এসময় প্রতিমন্ত্রী কৃষক ভাইদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কল্যাণে নিয়োজিত আছেন; ক্ষয়ক্ষতি যা হয়েছে তা পুষিয়ে দেয়া হবে। আগামীতে যেনো এরকম না হয় তাই স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।প্রতিমন্ত্রী জাহিদ বলেন, মনে রাখতে হবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাস এগুলো প্রকৃতির নিয়মে হয়। এগুলোর সাথেই বসবাস করতে হবে, তবে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top