All Menu

আবু সাঈদ বাংলাদেশের সব পরিবারের সন্তান

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না। বাংলাদেশে যত পরিবার আছে সবার সন্তান।
প্রতি ঘরে ঘরে এখন আবু সাঈদ আছে। এদের রক্ষা করতে হবে। শনিবার (১০ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, তোমাদের একটা স্বপ্ন থাকতে হবে, আর সেটার জন্য তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এর আগে বেলা ১১টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান ড. ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top