All Menu

বিরামপুর মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা শুরু

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর আয়োজিত ১০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ থেকে ১৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম এর অন্তর্ভুক্ত প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং ৪দিনব্যাপী এবং পেশাগত কোর্স ( জীবন – জীবিকা, শিল্প ও সংস্কৃতি) ৫দিনব্যাপী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ের সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১০টায় বিরামপুর উপজেলা কলেজিয়েট স্কুলে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি ছিলেন ইউএনও নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: পারভেজ কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক মাহবুর রহমান। প্রশিক্ষণ কর্মশালা দুইটিতে ১৯৪ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top