ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় রাশিয়ার বৃত্তি বৃদ্ধি এবং দুই দেশের ডিগ্রির পারস্পরিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে চুক্তি করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং রাশিয়ান ফেডারেল এজেন্সি অন হিউম্যানিটারিয়ান কো-অপারেশন উইথ ফরেন কান্ট্রিস এর ডেপুটি হেড পাবেল শেফসভ (Pavel Shevtsov)-এর মধ্যে এক দ্বিপাক্ষিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদলে আরো অন্তর্ভুক্ত ছিলেন রাশিয়ান এম্বাসির কাউন্সিলর পাবেল দুবইচেনকফ (Pavel Dvoychenkov), রাশিয়ার সিনারজি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট খাশিভ আলী খান ব্যসলানোবিচ, রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মি. সাত্তার মিয়া প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।