ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগারের উন্নয়নে সরকার প্রতিবছর অনুদান ও বিনামূল্যে বই প্রদান করছে। সরকার গত অর্থবছরে মোট ৯১৫টি নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারের অনুকূলে ৪ কোটি ৮০ লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছে। প্রতিবছর সরকারের অনুদান ও বিনামূল্যে বই প্রদান কার্যক্রমের ফলে বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগারসমূহ সমৃদ্ধ হচ্ছে। রংপুর অঞ্চলের মানুষকে গ্রন্থ-মুখী করার লক্ষ্যে রংপুর বিভাগের ৮ জেলায় মোট ৩৭৮টি বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগার কাজ করছে। নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারের মধ্যে রংপুরে ৬২টি, নীলফামারীতে ৭০টি, কুড়িগ্রামে ৬৫টি, গাইবান্ধায় ৫৪টি, লালমনিরহাটে ২০টি, দিনাজপুরে ৭৮টি, ঠাকুরগাঁওয়ে ১৩টি ও পঞ্চগড়ে ১৬টি। এসব গ্রন্থাগারে যেকোনো বয়সের পাঠকের বই পড়ার ব্যবস্থা রয়েছে। এর ফলে পাঠকগণের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠছে এবং তাঁরা জ্ঞানসমৃদ্ধ হচ্ছেন। উল্লেখ্য, সারা দেশে মোট ৭১টি সরকারি গণগ্রন্থাগার রয়েছে। এর মধ্যে জাতীয় গ্রন্থাগার ১টি, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার ৭টি, জেলা সরকারি গণগ্রন্থাগার ৫৬টি, উপজেলা সরকারি গণগ্রন্থাগার ২টি, শাখা গণগ্রন্থাগার ৪টি এবং বিশেষ গণগ্রন্থাগার ১টি। এসব সরকারি গণগ্রন্থাগারে মোট ২৬ লাখ ৯৭ হাজার ৬০২টি গ্রন্থ রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।