All Menu

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ২০২৩ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ হতে সর্বমোট ২৩৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ২০৬২ জন শিক্ষার্থী জিপিএ ৫.০০ অর্জন করতে সক্ষম হয়। উল্লেখ্য, এ রেকর্ড সংখ্যক জিপিএ ৫.০০ প্রাপ্তিতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে উক্ত কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উক্ত কলেজের অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমন্ডলী, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top