All Menu

সকলেই মহৎ পরিকল্পনার অংশ

আপনার ক্লাসের ভ্যাবলা, পরিচিত ক্যাবলা ক্যারিয়ারে খুব নাম-ডাক করেছে, কোথা থেকে কোথায় উঠে এসেছে! আপনি অবাক হয়ে ভাবেন মদনা সকলকে সবাক করে দিল কি করে? তুখোড় মেধাবী ছিল কিন্তু ঝরে গেছে, স্যাররা বলতো ও কিছু একটা করবে কিন্তু এখন খবর নাই! ব্রিলিয়ান্ট হিসেবে বন্ধু-মহলে যার সুনাম ছিল সে জীবনে কিছুই করতে পারল না! এখন কেমন পাগল পাগল বেশ!

মহান পরিকল্পনাবিদের পরিকল্পনা বাইরে আমরা কেউ যেতে পারি না। আমরা চেষ্টা করতে পারি কিন্তু সিদ্ধান্তের ক্ষমতা একচ্ছত্র-ভাবে তাঁর। তিনি ভূত-ভবিষ্যৎ জানেন বলেই সহজে সিদ্ধান্ত নিতে পারেন। কে কোথায় পাপ করে এসেছি, কে কোথায় পুণ্য ফেলে এসেছি-খোদার চেয়ে ভালো কেউ জানেন? পরিশ্রম-অধ্যবসায়ের সাথে বিনয়ের মিশেল রেখে তিনি পরিকল্পনা করেন। ঔদ্ধত্যের কারনে কত মেধাবী মুকুলেই ঝরে গেছে আবার নম্রতায় গড়-মেধাবী সম্মানের চূড়ায় বসেছে। সম্মানিত করার ক্ষমতা তার কাছেই ন্যস্ত।

তিনি মেধার চেয়ে মন বেশি দেখেনে। যারা চেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তনের করতে চায় তিনি তাদের সহায়তা করেন। যারা গাফেল তাদেরকে বিভিন্নভাবে অসম্মানিত করেন। যদি কোন যোগ্যকে অসফল অবস্থায় পেয়ে যান তবে দৃঢ় বিশ্বাস রাখবেন, তিনিও খোদায়ি পরিকল্পনার বাইরের কেউ নন।

খুব করে চেয়েছিলেন কিন্তু পাননি, আশাও করেননি কিন্তু পেয়েছেন এমন ঘটনার অহরহ জীবনে ঘটে। যদি চেষ্টাতে সব হত, তবে সবাই রাজা থাকতো। যদি মুখ ফিরিয়ে রাখলে তাকে নেয়ামত থেকে বঞ্চিত করা হতো তবে কত মানুষের কবেই কুলখানি হতো! তিনি যোগ্যকে না দিয়েও পরীক্ষা করে, অযোগ্যকে সুযোগ দিয়েও পরীক্ষা করেন। তবে তিনি অন্যায্য বিচারক নয়। ন্যায়-ধর্ম তার দণ্ড। হরণ-পূরণের জন্য তাঁর কাছে দু’টো জিন্দেগী আছে। তিনি অবারিত ঝর্ণার মত দিতেও সক্ষম। পূর্ণ আস্থা ও বিশ্বাস অবিচল থাকলে তিনি নেয়ামত-রাজীতে দিল খুশি করে দিবেন। হয় এপারে, নয় ওপারে।

ব্যক্তিগতভাবে আমার একটি বিশ্বাস আছে। সন্তানের সাফল্যের পেছনে তার পূর্বপুরুষের পাপ-পুণ্য, অন্যায়-উপকার বিশেষভাবে প্রভাব রাখে। যদি এ ব্যাপারে দালিলিক কোন ভিত্তি নাই তবুও বারবার মনে হয় বাবা-মায়ের কর্মকাণ্ডের আছর সন্তানের সাফল্য-ব্যর্থতায় প্রভাব ফেলে। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা হতে পারে!

রাজু আহমেদ।
কলাম লেখক।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top